সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় বখাটেদের বিরুদ্ধে মামলা করে বিপাকে বাদী ও তার পরিবার
ফতুল্লায় বখাটেদের বিরুদ্ধে মামলা করে বিপাকে বাদী ও তার পরিবার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কারমাঠ আলহিকমা স্কুল এলাকায় বখাটেদের বিরুদ্ধে মামলা করে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে এসএসসি পরীক্ষার্থীর পরিবার।
আদালত থেকে জামিনে এসে ধারাবাহিক হুমকী দিয়ে আসছে আসহায় পরিবারকে। মামলা দায়েরের পর থানা পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় বখাটেরা আরো বেশী বেপরোয়া হয়ে উঠেছে এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। এ ঘটনায় জুয়েল জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
মামলার বাদী জুয়েল জানায়, আমার বাড়ীওয়ার বখাটে ছেলে আমার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। গত ১২ অক্টোবর বিকেলে আমার সামনে আমার মেয়েকে উত্যক উত্যক্ত করলে আমি এর প্রতিবাদ জানালে বাড়ির মালিকের বখাটে ছেলে সোহাগের সাথে আমার বাকবিতন্ডা হয়। এর জের ধরে সোহাগ, সোহেল, রাসেলসহ আরো ৩/৪জন আমার উপর হামলা চালায়। এসময় আমার এসএসসি পরীক্ষার্থী মেয়ে এবং স্ত্রী আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীদের হামলা আমার একটি হাত ভেঙ্গে যায়। এ ঘটনায় আমি একটি মামলা দায়ের করেছি। জুয়েলের অভিযোগ, পুলিশ বখাটেদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় বাড়ীর মালিক মুনসুর, তাঁর স্ত্রী স্বপ্না, সোহাগ জামিনে এসে আমাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তাঁদের ধারাবাহিক হুমকীতে আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।