শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » পুরুষের একপাক্ষিক উন্নয়ন করে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » পুরুষের একপাক্ষিক উন্নয়ন করে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়
১৭২ বার পঠিত
সোমবার, ২২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুরুষের একপাক্ষিক উন্নয়ন করে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়

---

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন, পুরুষের একপাক্ষিক উন্নয়ন করে কোনো দেশের উন্নয়ন ঘটানো সম্ভব নয়। টেকসই বাংলাদেশ গড়তে হলে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাল্যবিয়ে নারী উন্নয়নের পথে অন্যতম বাধা উল্লেখ করে সচিব আরও বলেন, নিকাহ রেজিস্ট্রাররা বিভিন্নভাবে বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ত থাকেন। যে কোনো মূল্যে বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন বন্ধ করতে হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম, প্রফেসর বুলবুল কবীর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ-ই আলম বাচ্চু, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি শেখ আসাদ, ঝিমি মণ্ডল প্রমুখ।



আর্কাইভ