শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সিরি-এ: নাপোলিকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শক্তিশালী করলো ইন্টার
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সিরি-এ: নাপোলিকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শক্তিশালী করলো ইন্টার
৫৪৯ বার পঠিত
সোমবার, ২২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরি-এ: নাপোলিকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শক্তিশালী করলো ইন্টার

---

শীর্ষে থাকা নাপোলিকে নাটকীয় ম্যাচে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা ধরে রাখার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেল ইন্টান মিলান। এই জয়ে নাপোলির থেকে চার পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
সান সিরোতে সিমোনে ইনজাগির দল পিওতর জিয়েলিনিস্কির শক্তিশালী গোলে পিছিয়ে পড়ার পর তিন গোল দিয়ে দারুনভাবে ম্যাচে ফিরে আসে। শনিবার ফিওরেন্টিনার কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান। আর এবার নাপোলির হারে ইন্টারের সামনে সুযোগ আসলো নিজেদের অবস্থানের উন্নতি করার।
হাকান কালহানগ্লুর স্পট কিকে ২৫ মিনিটে সমতায় ফিরে ইন্টার। বিরতির ঠিক আগে ইভান পেরিসিচের হেডে ম্যাচে প্রথমবারের মত এগিয়ে যায় ইন্টার। জোয়াকুইন কোরেয়ার দারুন এক পাসে লটারো মার্টিনেজের দারুন ফিনিশিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছে যায় স্বাগতিকরা। ম্যাচ শেষে ১২ মিনিটের আগে দ্রিয়েস মার্টিনস এক গোল পরিশোধ করলে ম্যাচটি জমে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত নাপোলির গোল দুটি কেবল সান্তনাই উপহার দিয়েছে।
ম্যাচ শেষে মার্টিনেজ বলেছেন, ‘লিগ টেবিলের দিকে তাকালে দেখা যাবে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। আমরা দারুন খেলেছি। কিন্তু বারবার ম্যাচের ভাগ্য আমাদের দিকে ছিলনা। কিন্তু আজ আমরা যেভাবে একত্রিত হয়ে খেলেছি তাতে দলের আত্মবিশ্বাসও কয়েকগুন বেড়েছে।’
এর মাধ্যমে নাপোলি লিগে অপরাজিত থাকার রেকর্ড থেকে বেরিয়ে এলো। স্টপেজ টাইমে মারিও রুইয়ের হেড অলৌকিক ভাবে আটকে দিয়ে ইন্টার গোলরক্ষক সামির হানডানোভিচ শেষ পর্যন্ত দলের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছেন। এরপর ম্যাচ শেষ হতে মাত্র কয়েক সেকেন্ড বাকি থাকতে আন্দ্রে-ফ্রাংক জাম্বো আনগুইসার নিখুঁত ক্রসে একেবারে ফাকায় দাঁড়িয়ে থাকা মার্টিনস নাপোলিকে এক পয়েন্ট উপহার দিতে ব্যর্থ হন। পরাজয়ের পাশাপাশি নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তি তার দুই খেলোয়াড়ের ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন। স্লোভাকিয়ান মিডফিল্ডার মিলান স্ক্রিনিয়ারের সাথে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে ৫৫ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমেহ। পরবর্তীতে নাপোলির পক্ষ থেকে জানানো হয়েছে নাইজেরিয়ান এই স্ট্রাইকারের বাম চিকবোন ও আই সকেটে বেশ কিছু চিড় ধরা পড়েছে। ইন্টারের বদলী খেলোয়াড় এডিন জেকোর সাথে ধাক্কা লেগে গোলরক্ষক ডেভিড ওসপিনা মাথায় আঘাত প্রাপ্ত হলেও মাঠ ত্যাগ করেননি। পরবর্তীতে তাকে মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলতে দেখা গেছে।
জেনোয়ার মাঠে ঘানার ১৮ বছর বয়সী স্ট্রাইকার ফেলিক্স আফেনা-গায়ানের শেষ ভাগের গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রোমা। ম্যাচ শেষের আট মিনিট আগে বদলী এই স্ট্রাইকার প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর স্টপেজ টাইমে দুর্দান্ত দুর পাল্লার শটে কোচ হোসে মরিনহোকে স্বস্তিদায়ক জয় উপহার দেন আফেনা-গায়ান।
এই জয়ে আটালান্টার থেকে তিন পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রোমা।
এছাড়া দিনের অপর ম্যাচগুরোতে সাম্পদোরিয়া তলানি দল সালেনিটানাকে ২-০ ও ভেনেজিয়া ১-০ গোলে বোলোনিয়াকে পরাজিত করেছে।



আর্কাইভ