শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » গ্রানাডাকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » গ্রানাডাকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ
৫৫৩ বার পঠিত
সোমবার, ২২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রানাডাকে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ

---

টেবিলের নীচের দিকে থাকা গ্রানাডাকে রোববার ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে তৃতীয় গোলটি করে মৌসুমে ১০ম গোলের দেখা পেয়েছেন তরুণ ভিনিসিয়াস জুনিয়র।
লস কারমেনেসে ম্যাচ শুরুর ২৫ মিনিটের মধ্যে মার্কো এ্যাসেনসিও ও নাচো ফার্নান্দেসের গোলে ২-০ ব্যবধানের লিড নিয়েছিল মাদ্রিদ। আট মিনিটের মধ্যে লুইস জেভিয়ার সুয়ারেজের গোলে গ্রানাডা কিছু সময়ের জন্য ম্যাচে ফিরে এলেও দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে শেষ পর্যন্ত বড় পরাজয়ে স্বাগতিক সমর্থকদের হতাশ করেছে। ভিনিসিয়াস জুনিয়রকে বাজেভাবে চ্যালেঞ্জের কারনে মিডফিল্ডার মনচু ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে বাকি সময়টা গ্রানাডাকে ১০ জন নিয়ে মাদ্রিদকে প্রতিরোধ করতে হয়েছে। তার আগেই ভিনিসিয়াসের গোলে আরো এগিয়ে গিয়েছিল মাদ্রিদ। এরপর একজন বেশী নিয়ে খেলে ৭৬ মিনিটে ফারলান্ড মেন্ডির গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা। এই জয়ে রিয়াল সোসিয়েদাদকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে মাদ্রিদ।
দিনের অপর ম্যাচে ভ্যালেন্সিয়ার সাথে ঘরের মাঠে গোলশুন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে সোসিয়েদাদ। এক ম্যাচ বেশী খেলে রিয়ালের কাছে পিছিয়ে সোসিয়েদাদ এখন রয়েছে দ্বিতীয় স্থানে।
চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব এখনো নিশ্চিত হয়নি। যে কারনে বুধবার শেরিফ টিরাসপোলের বিপক্ষে ম্যাচ নিয়ে এখন মনোযোগী হতে পারবেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। গ্রুপ-ডি’তে ইন্টার মিলানের থেকে দুই পয়েন্ট এগিয়ে মাদ্রিদ শীর্ষে অবস্থান করছে। ৬ পয়েন্ট নিয়ে মিলানের থেকে এক পয়েন্ট পিছিয়ে নবাগত শেরিফের অবস্থান তৃতীয় স্থানে।
লিগে এ নিয়ে টানা চতুর্থ ও সব ধরনের প্রতিযোগিতায় সাত ম্যাচে অপরাজিত থাকা রিয়াল মাদ্রিদ রয়েছে দারুন ছন্দে। আগামী সপ্তাহে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা সেভিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির শিষ্যরা। দলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস। মাদ্রিদের হয়ে এই প্রথম লা লিগায় তিনি ১০ গোল করার কৃতিত্ব অর্জণ করেছেন। গত মৌসুমে করেছিলেন মাত্র চার গোল। অসুস্থতা ও ইনজুরির কারনে এডেন হ্যাজার্ড ও গ্যারেথ বেল দলের বাইরে থাকায় ফরোয়ার্ড পজিশনে করিম বেমনজেমার সাথে ভিনিসিয়াসই মূল ভরসা। আনচেলত্তির মূল একাদশে তাই নিয়মিতই হয়ে উঠেছেন ভিনিসিয়াস।
১৯ মিনিটে বিধ্বস্ত গ্রানাডার মিডফিল্ডের ভুলে টনি ক্রুসের এসিস্টে এ্যাসেনসিও সফরকারীদের এগিয়ে দেন। ৬ মিনিট পর নাচো ব্যবধান দ্বিগুন করেন। ৩৪ মিনিটে সুয়ারেজের শট নাচোর কাছে ডিফ্লেকটেড হলে তা আটকানোর সাধ্য ছিলনা থিবো কোর্তোয়ার। কিন্তু ৫৬ মিনিটে ভিনিসিয়াসের গোলে গ্রানাডার সব আশা শেষ হয়ে যায়। তার উপর ৬৭ মিনিটে মনচুর লাল কার্ডে তাদের কাছে ম্যাচটি শেষ করাই অসহনীয় হয়ে পড়েছিল।



আর্কাইভ