শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শনিবার, ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ‘ডিজেলের দাম বাড়ায় পোশাক খাতে খরচ বাড়বে ৫ শতাংশ’
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ‘ডিজেলের দাম বাড়ায় পোশাক খাতে খরচ বাড়বে ৫ শতাংশ’
১৩৫ বার পঠিত
শনিবার, ২০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ডিজেলের দাম বাড়ায় পোশাক খাতে খরচ বাড়বে ৫ শতাংশ’

---

সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ বেড়েছে। এতে তৈ‌রি পোশাক খাতে প্রভাব পড়বে এবং উৎপাদন খরচ ৫ শতাংশ বেড়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

শনিবার রাজধানীর গুলশানের একটি আমারিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘সম্প্রতি দেশে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। সেই অনুপাতে ট্রান্সপোর্টেশন, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ ও অনান্য আনুষঙ্গিক কাঁচামাল ও সেবার মূল্য বাড়ায় আমাদের উৎপাদন খরচ বাড়বে ৪ থেকে ৫ শতাংশ।’

‌গত দুই বছরে করোনার কারণে পোশাক খাতে তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি জানিয়ে তি‌নি বলেন, ‘বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে প্রয়োজন ব্যবসা সহজ করা এবং নীতি স্থিতিশীল রাখা। এমন প‌রি‌স্থি‌তিতে জ্বালানি তেলের দাম কমানোর বি‌ষয়ে সরকার‌কে বিবেচনার অনুরোধ জানাচ্ছি।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘করোনার সময় আমাদের অর্ডার কমে‌ছিল, এখন প্রচুর অর্ডার আসছে। কিন্তু অর্ডার বাড়লেও পণ্যের দাম এখনো তেমন বাড়েনি। আমরা পোশাকের দাড় বাড়াতে কাজ কর‌ছি। পাশাপা‌শি আমাদের সদস্যদের বল‌ছি তারা যেন তুলা, সুতাসহ অন্যান্য কাঁচামাল ও ফ্রেইট খরচ বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরবরাহকারীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করেন। তারা যেন কোনোভা‌বেই উৎপাদনের চেয়ে কম দামে প‌ণ্যের অর্ডার না নেন।’

ফারুক হাসান বলেন, ‘আগের চেয়ে এখন আমরা কিছুটা বাড়‌তি মূল্য পা‌চ্ছি, তবে উৎপাদন খরচ যেভা‌বে বেড়ে‌ছে সেই তুলনায় দাম পা‌চ্ছি না।’

বিজিএমইএ সভাপতি জানান, ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) ৩৭তম সম্মেলন ঢাকায় হ‌বে। একক খাতের আন্তর্জা‌তিক সম্মেলন এটাই দেশে প্রথম হবে। সেখা‌নে ‘মেড ইন ব্যাংলাদেশ উইক’ ব্র্যান্ডিং তু‌লে ধরে সপ্তাহব্যা‌পী একটি আয়োজনের প‌রিকল্পনা নেওয়া হয়ে‌ছে। আগামী বছরের নভেম্বরে এই সম্মেলনের জন্য প্রাথ‌মিক তারিখ নির্ধারণ করা হ‌য়েছে বলে জানান তিনি।



আর্কাইভ