বেনাপোলে ৯ বোমাসহ পাঁচজন আটক
যশোরের বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে শনিবার দুপুর ১টার দিকে নয়টি বোমা ও বোমা তৈরির মসলাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের জাহিদ হাসান (২২), বাকি তিনজন একই গ্রামের আলাউদ্দিন (৩৫), সজিব (২৮), আজগর (৫০)। বাকি একজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদে জানতে পারি, নির্বচনে অাধিপত্য বিস্তারের জন্য বারোপোতা সীমান্তে বাঁশ বাগানের ভেতর কিছু সন্ত্রাসী বোমা তৈরি করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৯টা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির মসলা জব্দ করা হয় সাথে পাঁচজনকে আটক করা হয়। চারজন আসামির নাম ঠিকানা নিশ্চিত করতে পেরেছি। একজন অজ্ঞাত পরিচয়ে আছে।