শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » বন্দরে তুলা মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি গোডাউন ভস্মীভুত, আহত ৭ শ্রমিক
বন্দরে তুলা মিলে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি গোডাউন ভস্মীভুত, আহত ৭ শ্রমিক
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের বন্দরের মনারবাড়ি এলাকায় মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি তুলা মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মিলের তুলা ও তুলা তৈরির কাঁচামাল এবং ৫টি গোডাউনসহ মেশিনারিজ ভস্মীভুত হয়েছে। এ সময় আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন তুলা কারখানার ৭ শ্রমিক। আহতরা হলেন, এনামুল(২০), মুসলিম (২৪), সাইফুল (২০), এনামুল (২১), সাখাওয়াত (২৫),নাহিদ (২৪) রণি(২৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর, মন্ডলপাড়া ও সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ৮/ ৯ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মাািলক পক্ষ জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তর লক্ষণখোলা এলাকার মোঃ জুয়েল মিয়ার তুলা মিলে আগুন লাগে। মুহুর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে মালামালসহ ৫টি গোডাউন পুড়ে যায়। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। তবে তুলা তৈরির মেশিনের ঘর্ষণ থেকে অগ্নিকান্ডের সূচনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে তুলা মিলের মালিক মোঃ জুয়েল মিয়া জানান, সকাল ৬ টার দিকে মিলের শতাধিক শ্রমিক কাজে যোগ দেন। সকালে সাড়ে ৭টার দিকে কারখানায় আগুন লাগে। আগুনে তুলা তৈরির মেশিনসহ ৫ টি গোডাউন পুড়ে গেছে