বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম » আড়াইহাজারে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আড়াইহাজারে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীেেক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর এলাকার মৃত আলী আশরাফের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন মৃত আশরাফ মিয়ার ছেলে মো. লাদেন আহম্মেদ।
তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় সিলেট হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) র্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মাদক আইনে মামলা দায়ের করে আড়াইহাজার থানায় হস্তান্তর করেন।
এরআগে বুধবার দিবাগত রাতে আড়াইহাজারের বান্টি বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।