বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধে বাধ্য হলো দিল্লি
কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধে বাধ্য হলো দিল্লি
ভয়াবহ দূষণ মোকাবিলায় ভারতের রাজধানী নয়াদিল্লির কাছাকাছি কয়লাচালিত পাঁচটি বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের বায়ুদূষণরোধ বিষয়ক প্যানেলের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রয়োজনীয় নয়- এমন পণ্য পরিবহনকারী ট্রাক নয়াদিল্লি ও তার আশপাশের শহরগুলোতে ঢুকতে পারবে না বলে নির্দেশ দিয়েছে ভারতের কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।
বায়ুদূষণ পরিস্থিতি সামাল দিতে এসব নির্দেশনা মানা বাধ্যতামূলক বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এরইমধ্যে দূষণ থেকে শিক্ষার্থীদের রক্ষায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে নয়াদিল্লির সব শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি মাসে দিল্লিতে বায়ুদূষণের ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দিল্লিতে গতকাল বায়ুদূষণের সূচক ছিল ৩৩১ অঙ্কে। অর্থাৎ বাতাস এখনও ‘অত্যন্ত খারাপ’। দূষণে রাজধানীর অবস্থা দেখে উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডাকার নির্দেশ দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। সেই বৈঠকেই বায়ুদূষণ কমাতে টানা সাত দিন লকডাউনের প্রস্তাব দেয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন।
দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে বলা হয়েছে, তাদের সরকারি কর্মীদের অন্তত ৫০ শতাংশ যেন ২১ নভেম্বর পর্যন্ত বাড়ি থেকে কাজ করেন। বেসরকারি সংস্থাগুলোকেও তাদের অন্তত ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করানোর বিষয়ে উৎসাহ দিতে বলেছে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।
পাশাপাশি কেউ রাস্তায় আবর্জনা বা নির্মাণসামগ্রী জড়ো করলে কঠোর জরিমানা আরোপের কথা বলা হয়েছে। রেল, মেট্রো, প্রতিরক্ষা সংক্রান্ত কাজ ব্যতীত সমস্ত নির্মাণকাজ ২১ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। জরুরি পণ্য পরিবহণ ছাড়া রাজধানীতে ট্রাক ঢোকাও বন্ধ থাকবে ওই তারিখ পর্যন্ত।
১০ এবং ১৫ বছরের বেশি পুরনো গাড়ি আপাতত রাস্তায় নামতে পারবে না। দূষণ সংক্রান্ত কাগজপত্র ছাড়া কোনও গাড়ি রাস্তায় বের করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ১১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে মাত্র পাঁচটি আপাতত সচল থাকবে।