মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে সহকর্মীর হাতে শ্রমিক খুন
রূপগঞ্জে সহকর্মীর হাতে শ্রমিক খুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ এক শ্রমিক লিমন (২৪) নামের আরেক শ্রমিককে বুকে কেঁচি মেরে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত (১৫ নভেম্বর) সোমবার রাতে নিহত শ্রমিক লিমনের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে, সোমবার ভোরে উপজেলার ভুলতা এ ওয়ান পোলার লিমিটেড কারখানায় ঘটে এ হত্যাকান্ডের ঘটনা। নিহত লিমন যশোর জেলার অভয়নগড় থানার হিদিয়াবড়পুকুর এলাকার মৃত সামাদ শেখের ছেলে।
মামলার বাদী ও নিহত লিমনের স্ত্রী পপি খাতুন জানান, গত দুই বছর আগে লিমনের সঙ্গে পপি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী লিমনের বাড়ি যশোর জেলার অভয়নগড় থানার হিদিয়াবড়পুকুরে পপি খাতুন থাকতেন। লিমন বর্তমানে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার নজরুল ইসলামের বাড়িতে বসবাস করে ভুলতা এ ওয়ান পোলার লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। গত ১৪ নভেম্বর পপি খাতুন গোলাকান্দাইল নতুন বাজার ভাড়া বাড়িতে বেড়াতে আসেন। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের মাধ্যমে জানতে পারেন গত (১৫ নভেম্বর) সোমবার ভোর সোয়া ৬টার দিকে এ ওয়ান পোলার লিমিটেডে কারখানার ৬ষ্ঠ তলায় তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে অপর শ্রমিক আমিনুল ইসলাম হাতে থাকা ধারালো কেঁচি দিয়ে লিমনের বুকের মাঝে আঘাত করে। এতে করে লিমন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে লিমনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আমিনুল ইসলাম কিশোরগঞ্জ জেলার সদর থানার গালিমগাজি এলাকার দ্বীন ইসলামের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আমিনুল ইসলাম পলাতক রয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।