শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অধিকতর যোগাযোগের ওপর শি ও বাইডেনের গুরুত্বারোপ
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অধিকতর যোগাযোগের ওপর শি ও বাইডেনের গুরুত্বারোপ
১৬৫ বার পঠিত
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অধিকতর যোগাযোগের ওপর শি ও বাইডেনের গুরুত্বারোপ

---

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার ভার্চুয়াল শীর্ষ বৈঠক করেছেন। এ সময় তারা দ’ুদেশের মধ্যে আরো ভালো যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
হোয়াইট হাউস থেকে শি’র সাথে আলোচনাকালে বাইডেন দ’ুদেশের মধ্যকার বিবাদ এড়াতে সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বাইডেন বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাদের দায়িত্ব হলো দ’ুদেশের মধ্যকার প্রতিযোগিতা যেন সংঘাতের দিকে মোড় না নেয়। ইচ্ছেকৃত কিংবা অনিচ্ছাকৃত যাই হোক প্রতিযোগিতা যেন সহজ ও সোজাসুজি হয়।
দ’ুনেতার মধ্যে সুস্পষ্ট ও স্বচ্ছ আলোচনা হয়েছে বলে বাইডেন উল্লেখ করেন।
বেইজিং থেকে আলোচনায় অংশ নিয়ে শি বাইডেনকে তার পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, উভয়কে অবশ্যই আরো নিবিড়ভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আমাদেরকে একসাথে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এ কারণে দু’দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরো বাড়ানো প্রয়োজন।
উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব নেয়ার পর উভয় নেতা টেলিফোনেও দ’ুবার কথা বলেছেন।
উভয় নেতা কোভিড-১৯, জলবায়ু পরিবর্তনসহ বহুবিধ বৈশ্বিক ইস্যু মোকাবেলায় একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।



আর্কাইভ