শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ১৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
৫২০ বার পঠিত
সোমবার, ১৫ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

---

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। ফলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (১৫ নভেম্বর) বুলায়েতে ১৯০ বল বাকি থাকতে সাত উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথমটিতে ৮ উইকেট ২৩৬ বল এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেট ও ১৫৩ বলে জয় তুলেছিল টাইগ্রেসরা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের নারীরা।

বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট তুলেন নাহিদা আখতার। ম্যাচ সেরা হয়েছেন তিনি। তিন ম্যাচে ১১ উইকেট শিকার করে টুর্নামেন্টে সেরাও হয়েছেন বাম-হাতি এই স্পিনার।

এছাড়া ফারিয়া তৃষ্ণা ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নেন।

অন্যদিকে ব্যাট হাতে ৩ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে জয় তুলে নেয় নিগার সুলতানার দলটি। ওপেনার মুরশিদা খাতুন অপরাজিত ৩৯ রান করেন। তার সঙ্গ কোনও রান না করে ক্রিজে ছিলেন ফারহানা হক। নুজহাত তাসনিয়া ১০, নিগার ১২ ও সুবহানা মোস্তারি ১ রান করেন।

চলতি মাসের ২১ তারিখ থেকে জিম্বাবুয়েতে বসতে চলছে নারীদের ওয়ানডে বিশ্বকাপের বি গ্রুপের বাছাই পর্ব। স্বাগতিক জিম্বাবুয়ে, বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র নারী দল অংশ নিচ্ছে এতে। দুই গ্রুপের সেরা তিন দল পৌঁছবে বাছাইয়ের সুপার সিক্স পর্বে। ২০২২ সালের মার্চে শুরু হতে চলা মূল পর্বে জায়গা পাবে সেরা তিনটি দল। যেখানে আগে থেকে অপেক্ষা করছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।



আর্কাইভ