রবিবার, ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কিশোরগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » রাষ্ট্রপতির মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন
রাষ্ট্রপতির মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন উপজেলার নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
আজ বিকেলে সেনানিবাস এলাকায় পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দীন আহমেদ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বঙ্গভবনের সচিবগণ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আবদুল হামিদের পিতা মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিঠামইনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রাষ্ট্রপ্রধান ওই মিলাদ, দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
মিলাদ শেষে মরহুম হাজী মো. তায়েব উদ্দিনের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এলাকার সর্বস্তরের জনগণও মিলাদ মাহফিলে অংশ নেন।
রাষ্ট্রপতি গত শুক্রবার তার নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে সাত দিনের সফরে এখানে এসেছেন।
রাষ্ট্রপতির আগামী ১৮ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।