শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টস জিতে কিউইদের ব্যাট করতে পাঠাল অজিরা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টস জিতে কিউইদের ব্যাট করতে পাঠাল অজিরা
১৭৫ বার পঠিত
রবিবার, ১৪ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টস জিতে কিউইদের ব্যাট করতে পাঠাল অজিরা

---

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। অ্যারোন ফিঞ্চদের প্রথম টি-টোয়েন্ট শিরোপার বিপরীতে প্রথম বিশ্বকাপের শিরোপার আশা কেন উলিয়ামসনদের।

রোববার (১৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সবকিছু ছাপিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু অবশ্য টস। ট্রান্স-তাসমান এই ফাইনালে টস জিতে কিউইদের ব্যাট করতে পাঠিয়েছে অজিরা।

বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়াকে ফেভারিটের কাতারে রাখেননি বেশিরভাগ ক্রিকেট বোদ্ধা। কারণ এ বছরে তিনটি সিরিজে বাজে খেলে হেরেছে ফিঞ্চবাহিনী। কিন্তু সব ধারণা পাল্টে দিয়ে, শিরোপার হাতছোঁয়া দূরত্বে অজিরা।

সুপার টুয়েলভে ইংল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে, সেমিফাইনালে অপরাজিত পাকিস্তানকে বিদায় করে দিয়েছে অজিরা। চাপ সামলে শেষ বেলায় ফল তুলে নেয়ার নজীর দেখিয়ে ব্যাটিং গভীরতার পরিচয় দিয়েছেন মার্কস স্টইনিস ও ম্যাথু ওয়েড।

চেনা প্রতিপক্ষের বিপক্ষে শিরোপার লড়াইতে তাই আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ফর্মে ফেরার সঙ্গে পাওয়ার প্লেতে আসরের সর্বোচ্চ রান তোলার কীর্তি সঙ্গী অজিদের। মিচেল স্টার্ক ও প্যাট কামিনসের ডেথ ওভারে পারদর্শিতার পাশাপাশি স্পিনে ভরসার জায়গা সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট শিকারি অ্যাডাম জাম্পা। প্রথম শিরোপার স্বপ্ন এবার বাস্তবে রূপ দেয়ার অপেক্ষায়।

গেল সাত বছরে ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক দলের নাম নিউজিল্যান্ড। ২০১৫ ও ১৯ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালের পর, এবার টি-২০ শিরোপা লড়াইতেও জায়গা করে নিয়েছে কিউইরা।

সুপার টুয়েলভে পাকিস্তানের কাছে হারলেও, ব্যাট-বলে নিজেদের সেরা প্রমাণ করেই সেমিতে ইংল্যান্ডকে বিদায় করেছে ব্ল্যাক-ক্যাপসরা। যদিও উদ্বোধনীতে আসর জুড়েই ভুগেছে। ড্যারিল মিচেলের ফর্মের সঙ্গে বড় ম্যাচের খেলোয়াড় গাপটিলে, ফাইনালে সেটা কাটিয়ে ওঠার আশা কিউইদের। ইনজুরিতে কনওয়ের ছিটকে যাওয়া বড় ধাক্কা নিউজিল্যান্ডের জন্য। তাই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, দলপতি ও স্কিল হিটার কেন উইলিয়ামসনকে। ফিলিপস-নিশামে ফিনিশিং আস্থা আর স্পিনে ইশ সোধী নির্ভরতা। সাউদি-বোল্টের সুইংয়ের সঙ্গে মিলনের পেস, প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। ফেব্রুয়ারিতে অজিদের বিপক্ষে সিরিজ জয় থেকেও অনুপ্রেরণা নিচ্ছে কিউইরা।

বিস্তারিত আসছে…



আর্কাইভ