শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » বঙ্গোপসাগরে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » বঙ্গোপসাগরে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড
১৬৫ বার পঠিত
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গোপসাগরে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড

---

সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা হতে বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজি) বিশেষ অভিযানে ৭ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে, জানা যায় মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার ওই এলাকায় বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমাঃ এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আজ শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ বিষয়ে বলেন, আনুমানিক সাড়ে ছয়টায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে ধাওয়া করে। এ সময় ইয়াবা পাচারকারীদল চারটি বাদামী রঙের প্লাষ্টিকের বস্তা বোট থেকে সমূদ্রে ফেলে দিয়ে মায়ানমার সিমান্তের দিকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো থেকে ৭ লক্ষ ৮০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



আর্কাইভ