শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাস বিজিএমইএ সভাপতিকে সংবর্ধনা
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাস বিজিএমইএ সভাপতিকে সংবর্ধনা
২৩৪ বার পঠিত
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাস বিজিএমইএ সভাপতিকে সংবর্ধনা

---

বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ গত ১০ নভেম্বর ব্রাসেলসে তার বাসভবনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করেন।
সংবর্ধনা সভায় ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও কর্মসংস্থান বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সহসভাপতি মিরান আলী,পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব,শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।
বিজিএমইএ সভাপতি ইউরোপীয় ইউনিয়নকে তাদের প্রস্তাবিত জিএসপি রেগুলেশনে জিএসপি প্লাসের একটি অন্যতম শর্ত ৭ দশষমিক ৪ শতাংশ ন্যুনতম আমদানি সীমা (ইমপোর্ট থ্রেশোল্ড) শর্তটি বাদ দেয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, যে এই পদক্ষেপটি বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পর জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য আবেদন করার পথ সুগম করবে।
ফারুক হাসান আশাবাদ ব্যক্ত করেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতি, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের প্রতি বন্ধুভাবাপন্ন সমর্থন ও সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
তিনি বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন এবং সংবর্ধনা প্রদানের জন্য ধন্যবাদ জানান।



আর্কাইভ