শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » নতুন করে করোনার ভয়াল থাবায় ইউরোপ
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » নতুন করে করোনার ভয়াল থাবায় ইউরোপ
৫২৬ বার পঠিত
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন করে করোনার ভয়াল থাবায় ইউরোপ

---

ইউরোপে আবারও করোনার ভয়ংকর সংক্রমণ শুরু হয়েছে। সংক্রমণ ঠেকাতে ইউরোপের বেশ কিছু দেশে লকডাউন দেওয়া হয়েছে। আর টিকা করোনা সংক্রমণ ঠেকাতে ব্যর্থ কিনা তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে বিশ্বে যত জনের করোনা শনাক্ত হয়েছে, তার অর্ধেকের বেশি ইউরোপের। এমনকী করোনার মোট মৃত্যুর প্রায় অর্ধেক ঘটেছে এই ইউরোপেই।
করোনার প্রকোপ আবার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ইউরোপ। অর্থনৈতিক পুনরুদ্ধারে চেষ্টারত নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও ইউরোপের আরও কয়েকটি দেশে ফের নানা বিধিনিষেধ চালু হয়েছে।
করোনার সংক্রমণ নিয়ে নেদারল্যান্ডসের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মার্ক রুট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আশঙ্কা প্রকাশ করেছেন।
ইউরোপে এখন পর্যন্ত ৬৫ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে টিকা দেওয়ার হার কমেছে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৩২ লাখ ৩ হাজার ৭৫৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৪ হাজার ৩০ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৮১০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮২ হাজার ৯৩৩ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৮৯৩ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৯৫০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১০ হাজার ৯৩৫ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ৮৭ হাজার ৩০২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৬৭৮ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৯২ হাজার ৫৯৫ জন। মারা গেছেন ২ লাখ ৫২ হাজার ৯২৬ জন।
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।



আর্কাইভ