শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | শিরোনাম » সম্প্রীতি বিনষ্টকারীদের কোন ধর্ম নেই : ধর্ম প্রতিমন্ত্রী
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | শিরোনাম » সম্প্রীতি বিনষ্টকারীদের কোন ধর্ম নেই : ধর্ম প্রতিমন্ত্রী
২০১ বার পঠিত
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্প্রীতি বিনষ্টকারীদের কোন ধর্ম নেই : ধর্ম প্রতিমন্ত্রী

---

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সম্প্রীতি বিনষ্টকারীরা মানবতা বিরোধী অপকর্মে লিপ্ত। তারা কোন ধর্মেরই অনুসারী নয়। সম্প্রীতি বিনষ্টকারীদের কোন ধর্ম নেই।
তিনি বলেন, হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অশুভ উদ্দেশ্যে তারা ধর্মীয় উন্মাদনা তৈরি করে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করে। এসব অপতৎপরতা বন্ধে ইমাম, আলেম ওলামাসহ সকল ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আজ মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মাদারীপুর জেলার সন্মানিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, প্রাক প্রাথমিক পর্যায়ে শিশুদের মধ্যে নৈতিকতা ও অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে মসজিদ, মন্দির ও প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান করা হবে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সকল ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের অংশ গ্রহণে জাতীয় পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।
ফরিদুল হক খান বলেন, ধর্মের উপর আঘাত আসলে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। কিন্তু প্রাপ্ত তথ্য সঠিকভাবে যাচাই না করে কেবল গুজবের উপর নির্ভর করে অন্য ধর্মের উপর আঘাত হানাকে ইসলাম সহ কোন ধর্মই সমর্থন করেনা। এধরনের কাজ ধর্ম, সমাজ ও রাষ্ট্র বিরোধী।
প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়য়ে সকলকে আরও সতর্ক ও সাবধান থাকার আহবান জানান।
তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। সম্প্রীতির পরিবেশ বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে উন্নয়ন অগ্রযাত্রা, পরিবেশ অক্ষুন্ন রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, কর্মকর্তা কর্মচারীগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীলসমাজ, সাংবাদিক সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে আন্তঃধর্মীয় সংলাপে বিশেষ অতিথির বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুস সোবহান মিয়া, এমপি।
সভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, মাদারীপুর পৌরসভার মেয়র খালেদ হোসেন রিয়াদ, ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুর জেলার উপ-পরিচালক এম ওয়াহিদুজ্জামান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাদাত হোসেন, মাদারীপুর ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি, মাদারীপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, মাদারীপুর ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি অগাস্টিন বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ও মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ