শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মিয়ানমারে মার্কিন সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ড
মিয়ানমারে মার্কিন সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেন্সটারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের একটি আদালত। শুক্রবার (১২ নভেম্বর) তার বিরুদ্ধে কারাদণ্ডের এই রায় ঘোষণা করা হয়।
বেআইনি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা, অভিবাসন আইন লঙ্ঘন এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন দণ্ডপ্রাপ্ত মার্কিন সাংবাদিকের আইনজীবী।
বুধবার (১০ নভেম্বর) আইনজীবী থান জাও অং জানান, ৩৭ বছর বয়সী ড্যানি ফেন্সটারকে সন্ত্রাস দমন আইন ও ‘সন্ত্রাস’ ও ‘রাষ্ট্রদ্রোহে’র দায়ে তাকে নতুন করে অভিযুক্ত করা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিচার শুরু হবে আগামী ১৬ নভেম্বর।এর আগে গত মে মাসে ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে ড্যানি ফেন্সটারকে আটক করা হয়। এরপর থেকেই কারাগারে রয়েছেন তিনি।
সূত্র: বিবিসি