বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নিজের দেশকে ভালোবাসবো, এটা যেন ভুলে না যাই : আইভী
নিজের দেশকে ভালোবাসবো, এটা যেন ভুলে না যাই : আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা আছো তোমরা ঠিক মতো স্কুলে যাবে। আমরা যার যার কাজ ঠিক মতো করবো। সরকারকে সহযোগীতা করবো। নিজের দেশকে ভালোবাসবো। এই কথা যেন আমরা কেউ ভুলে না যাই।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের দলিত, হরিজন ও বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি বিতরণকালে তিনি এ সব কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নগরভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মেয়র আইভী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন বাচ্চারা লেখাপড়া শিখে অন্য কাজও করুক। স্কুল কলেজে চাকরি করুক। অফিস আদালতে কাজ করুক। এটা মনে রেখে আপনাদের উচিত বাচ্চাদের লেখাপড়া শিখানো। আপনারা যাই করুন না কেনো বাচ্চারা যেন স্কুলে যায়।
হরিজন সম্প্রয়ায়ের জন্য টানবাজারে আমাদের একটা স্কুলও আছে। আমরা চিন্তা করতেছি নিতাইগঞ্জে ঋষিপাড়া যে বিল্ডিং করছি সেখানেও একটি স্কুল করার চিন্তাভাবনা আছে। টানবাজারেও একটি স্কুল করছি সেখানে হরিজন সম্প্রদায়ের জন্য কোটা থাকবে।
যাতে ওরা ঠিক মতো লেখাপড়া করতে পারে। বাচ্চারা ঠিক মতো লেখাপড়া করছে কি না খেয়াল রাখবেন। আপনারা কাজে ফাঁকি না দিয়ে ঠিকমতো কাজ করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এসব শিক্ষা উপবৃত্তি আপনাদের জন্য বরাদ্দ দিয়েছেন। এর আগেও অনেকে এই বরাদ্দ পেয়েছে। আবার অনেকে হরিজন ভাতাও পাচ্ছে। নারায়ণগঞ্জে হরিজন সম্প্রদায়ের জন্য বিল্ডিংও করা হচ্ছে।
এই বিল্ডিংয়ের টাকাও কিন্তু দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আমাদের নিয়মিত কর্মচারী তারা অনেকেই হয়তো ফ্ল্যাট পাবেন। এই যে প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক কিছু করছেন আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে।