বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশের জন্য আরো ১ কোটি ৪০ লাখ কোভিড টিকা ডোজ দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের : মোমেন
বাংলাদেশের জন্য আরো ১ কোটি ৪০ লাখ কোভিড টিকা ডোজ দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের : মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্স (সিওভিএক্স) কাঠামোর অধীনে বাংলাদেশকে ফাইজার টিকার আরো ১ কোটি ৪০ লাখ ডোজ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ।
তিনি আজ ফ্রান্স থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, “সুসংবাদ হল, কোভ্যাক্সের অধীনে বাংলাদেশের জন্য মার্কিন প্রশাসন আরও ১৪ মিলিয়ন ফাইজার ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছে।”
বুধবার কোভিড-১৯ এবং পরবর্তী বিষয়ে ড. এ কে আবদুল মোমেনসহ ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ মন্ত্রী পর্যায়ের অংশগ্রহণে এই ভার্চুয়াল বৈঠকটি সঞ্চালনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সব দেশের জন্য সার্বজনীনভাবে সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন প্রদানের দাবি জানান।
তিনি বাংলাদেশে স্থানীয়ভাবে কোভিডের টিকা উৎপাদনের জন্য ওষুধ কোম্পানিগুলোকে উৎসাহিত করারও আহ্বান জানান।
ড. মোমেন বৈঠকে জানান, বাংলাদেশ ইতিমধ্যে ৩ কোটি ২০ লাখ মানুষকে দুই ডোজ টিকা এবং ৪ কোটি ৬০ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দিয়েছে। দেশের ১৬ কোটি ৫০ লাখ মানুষের অন্তত ৮০ শতাংশকে টিকা দিতে আরও অনেক টিকা দরকার।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে করোনা সংক্রমণ সম্পর্কে বলেন, বাংলাদেশে এই হার এখন এক শতাংশের কাছাকাছি।