শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কক্সবাজারে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কক্সবাজারে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
৪০০ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

---

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিতে আক্তারুজ্জমান পুতু নামে এক যুবক নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন অন্তত নয়জন।

বৃহস্পতিবার সকালে খুরুশকুলের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই গোলাগুলির ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন মেম্বার প্রার্থী শেখ কামাল, শেখ কামাল সমর্থিত মোবারক হোসেন লালু, আজিজুল হক, অপর মেম্বারপ্রার্থী আবু বক্কর ছিদ্দিক বাবুলের সমর্থক বড় মিজান, আমিনা খাতুন, মোবারক, রহিম উল্লাহ ও রবিউল্লাহ। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সংঘর্ষের পর কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ডিডিএলজি শ্রাবস্তি রায় ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ভোটকেন্দ্রটি পরিদর্শন করেন।

জানা যায়, সকাল ১০টার দিকে ভোট কেন্দ্রটির ১ নং বুথে নৌকার কর্মী-সমর্থকরা জোরপূর্বক ব্যালট ছিনতাই করে ভোট প্রয়োগ করতে থাকেন। এ সময় দুই মেম্বার প্রার্থী শেখ কামাল ও আবু বক্কর ছিদ্দিক বাবুলের সমর্থকরাও ব্যালট ছিনতাই করে ভোট দিতে শুরু করেন। এ সময় মেম্বার প্রার্থী শেখ কামালকে ধাক্কা দেয় বাবুল সমর্থকরা। শেখ কামালের সমর্থক আখতারুজ্জামান পুতু বাধা দিলে তাকে ভোট কেন্দ্রের ভেতরে চুরিকাঘাতের পর গুলি করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে। এতে পুতু মারা যান। গুলিবিদ্ধ হন আরও নয়জন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিন আবদুর রহমান চৌধুরী সহিংসতায় একজন নিহতের খবর সত্যতা নিশ্চিত করেছেন।



আর্কাইভ