শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তানের যেসব খেলোয়াড়কে নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তানের যেসব খেলোয়াড়কে নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া
২৪৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের যেসব খেলোয়াড়কে নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

---

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। টুর্নামেন্টে টানা ৫ ম্যাচ জিতে দারুণ ছন্দে আছে পাকিস্তান। আর গ্রুপ পর্বে ৪ জয় এবং এক হারে গ্রুপ ১ এর দ্বিতীয় হয়ে সেমিতে উঠেছে অজিরা। ম্যাচের আগে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ব্র‍্যাড হগ মনে করছেন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদির বলে ততটা স্বাচ্ছন্দ্যে থাকবেন না চলতি বিশ্বকাপে ছন্দে থাকা অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

হগ মনে করছেন ওয়ার্নার বলটি তার শরীর থেকে দূরে খেলেন কিন্তু শাহীন শাহ আফ্রিদির বাম হাতে শরীর থেকে দূরে বল সুইং করার ক্ষমতা রয়েছে।

হগ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ফিঞ্চ ও ওয়ার্নারের বিপক্ষে পাকিস্তানের উদ্বোধনী বোলাররা মাথাব্যথার বড় কারণ। শাহীন শাহ আফ্রিদি ওয়ার্নারের কাছ থেকে স্ট্রেট বলে সুইং করতে পারেন। ওয়ার্নার তার শরীর থেকে দূরে খেলেন, এ সুইং এ বোল্ড হতে পারেন। ওয়ার্নার বাহাতি পেসারদের বিপক্ষে ততটা স্বাচ্ছন্দ্যে থাকেন না যতটা তিনি ডানহাতি পেসারের বিপক্ষে খেলে।

শাহীনের নতুন বলের সঙ্গী ইমাদ ওয়াসিমও হগের মতে ডানহাতি ব্যাটারদের জন্য হুমকি হতে পারে। ইমাদকে নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটার বলেন, অন্য ব্যথা হলো ইমাদ। সে বাহাতি আর্ম বল দিয়ে ফিঞ্চের জন্য বিপদ ঘটাতে পারে। অস্ট্রেলিয়া জিতবে কি জিতবে না এটির উপর নির্ভর করবে।

হগ মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল শাদাব খান ও হাসান আলির বেশিরভাগ ওভার খেলতে পারলে তা ভালো হবে বলে মনে করছেন।

হগ বলেন, অস্ট্রেলিয়া আশা করবে ম্যাক্সওয়েল তার ব্যাটিংয়ে বেশিরভাগ সময় সাদাব খান ও হাসান আলির মুখোমুখি হবে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে অস্ট্রেলিয়া।



আর্কাইভ