বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | মানিকগঞ্জ | রাজনীতি | শিরোনাম » আচরণবিধি ভেঙে নির্বাচনী কেন্দ্রে এমপি মমতাজ
আচরণবিধি ভেঙে নির্বাচনী কেন্দ্রে এমপি মমতাজ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন চলছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। এতে স্থানীয় সংসদ সদস্যদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও সে বিষয়ে তোয়াক্কা করেননি এমপি মমতাজ বেগম।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘খুবই শান্তি-শৃঙ্খলার সাথে সবাই ভোট দিচ্ছে।’
আপনি জনপ্রতিনিধি হয়ে ভোট কেন্দ্রে কেন? এমন প্রশ্নের জবাবে মমতাজের ভাষ্য, ‘আমি এখানকার ভোটার। আমি ভোট দিতে এসেছি। যতদিন নির্বাচনী আচরণবিধির বিষয় ছিল (এমপিরা আসতে পারবে না/ভোট চাইতে পারবে না) সেটা মেনেছি। আমি সব জায়গায় একটু ঘুরে দেখছি, শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোট হচ্ছে কি না।’
এই দেখার মধ্যে আচরণবিধি কোথাও লঙ্ঘন হচ্ছে এমন প্রশ্নের জবাবে এমপি মমতাজ বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে আলাপ করেই এখানে এসেছি। তারা বলেছে আপনি যেতে পারেন।’
এমপি মমতাজকে দেখে ভোটাররা ভয় পাবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাকে দেখে ভোটাররা ভয় পায় না বরং আমি না গেলে মন খারাপ করবে। তারা বলে মাস্ক খুলেন একটু আপনাকে দেখি। আমাকে দেখে তারা খুশি হয় আর ভোট দিয়েও তারা খুশি হয়।’
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’