শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » লস এঞ্জেলেসে পাবলিক স্কুল ক্যালেন্ডারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্তর্ভুক্ত
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » লস এঞ্জেলেসে পাবলিক স্কুল ক্যালেন্ডারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্তর্ভুক্ত
১৭২ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লস এঞ্জেলেসে পাবলিক স্কুল ক্যালেন্ডারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্তর্ভুক্ত

---

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্ট “লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট” এলএইউএসডি’র ক্যালেন্ডারে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্ট “লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট” এলএইউএসডি’র ক্যালেন্ডারে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার পক্ষ থেকে এক আবেদনের প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ।এখন থেকে এলএইউএসডি’র প্রায় ১৩ শ’র বেশী পাবলিক স্কুলের বর্ষপঞ্জিতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অন্তর্ভুক্ত হয়েছে।

এর ফলে প্রায় সাড়ে ২৬ হাজার শিক্ষক ও ৬ লাখ ৬৪ হাজারেরও বেশী শিক্ষার্থীরা বিশেষ আলোচনার মাধ্যমে বিশ্বে ভাষার জন্য প্রাণ ও বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত মহান ২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে বিষদ জানতে পারবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার(১১ নভেম্বর) সন্ধ্যায় লস অ্যান্জেলেস পুলিশ মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখা সাংবাদিক সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রায় এক বছর আগে এক আবেদন করা হয়।

আবেদনপত্রে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস এবং তার ধারাবাহিকতায় বাংলাদেশের অভ্যুদয়, শহীদদের আত্মত্যাগ, চল্লিশ দশকের শেষ ভাগে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তারুণ্যে এই আন্দোলনের সূচনা লগ্নে তাঁর অনন্য ভূমিকা এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের অংশগ্রহণ উল্লেখ করা হয়।

আবেদন পত্রে বাংলাদেশের শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কানাডার ভ্যাঙ্কুভার শহরের বাসিন্দা মোহাম্মদ আব্দুস সালাম এবং মোহাম্মদ রফিকের উদ্যোগের বর্ণনা দেয়া হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ বলেন যে এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সাথে শিক্ষার্থীরা পরিচিত হবে।এছাড়াও বিলুপ্তির পথে বিশ্বের বিভিন্ন মাতৃভাষা সংরক্ষণের দিকে আলোকপাতের মাধ্যমে বহুজাতিক যুক্তরাষ্ট্রে বিভিন্ন ভাষা ও জাতিগোষ্ঠীর মধ্যে সহনশীলতা ও সহমর্মিতা বৃদ্ধি পাবে।

সাংবাদিক সম্মেলনে সরাসরি ও ভার্চুয়ালী বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত লেখক ডঃ নুরুন নবী, সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী, সহ সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী শহিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েটেড ডিন ডঃ নাজমুল উলা,

ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ আবু নাসের রাজীব, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেসের (বাফলা) সভাপতি শিপার চৌধুরী, একই প্রতিষ্ঠানের বোর্ড অফ ট্রাস্টির সভাপতি মোহাম্মদ হারুন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হান্নান,

অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু পরিষদ পরিষদের উপদেষ্টা মোহাম্মদ হোসেন মুনির ও তাঁর স্ত্রী ভাষা শহীদ বরকতের দৌহিত্রী আইনজীবী আইভি রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর ওয়াশিংটন ডিসি সভাপতি দস্তগীর জাহাঙ্গীর, লস এঞ্জেলেস বাংলার বিজয় বহর বোর্ড অব ট্রাস্টিস চেয়ারম্যান মুজিব সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান রাজু প্রমুখ।



আর্কাইভ