শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অবিশ্বাস্য জয়ে ফাইনালে নিউজিল্যান্ড
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » অবিশ্বাস্য জয়ে ফাইনালে নিউজিল্যান্ড
১৩৩ বার পঠিত
বুধবার, ১০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবিশ্বাস্য জয়ে ফাইনালে নিউজিল্যান্ড

---

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। বুধবার (১০ নভেম্বর) আবুধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করে ব্ল্যাকক্যাপসদের সামনে ১৬৭ রানের লক্ষ্য দেয় এউইন মরগ্যানের দল।

ইনজুরিতে আক্রান্ত জেসন রয়ের বদলে এদিন ব্যাট হাতে নেমেছিলেন জনি বেয়াস্ট্রো। জস বাটলারের সঙ্গে জুটি স্থায়ী করতে পারেননি জনি। ১৭ বলে ১৩ রান তুলে বিদায় নেন। অন্যদিকে ২৪ বল খেলে ২৯ রান তুলে বিদায় নেন বাটলার। তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন ডেভিড মালান ও মইন আলী। ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলে ফিরে যান মালান।

মইনের সঙ্গে ৪০ রান যোগ করেন পাঁচ নম্বরে ব্যাট করতে নামা লিয়াম লিভিংস্টোন। ১০ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন লিভিংস্টোন। ৩৭ বলে ৫১ রান তুলে অপরাজিত ছিলেন মইন। তার সঙ্গে ক্রিজে ছিলেন ২ বলে ৪ রান করা অধিনায়ক এউইন মরগ্যান।

জবাবে ব্যাট করতে নেমে শুরতেই হোচট খায় কিউই ব্যাটাররা। দলীয় ১৩ রানেই কেইন উইলিয়ামসন ও মার্টিন গাপটিলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। আরেক ওপেনার ড্যারেল মিচেলের অপরাজিত ৭২ ও ডেভন কনওয়ের ৪৬ রানে জয়ের ভীত পায় কিউইরা। শেষদিকে জিমি নিশামের ১১ বলে ২৭ রানের ইনিংসে এক ওভার হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড।

বল হাতে লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস নেন দুটি করে উইকেট।

ইংল্যান্ড একাদশ

এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ড্যা্রেল মিচেল, জিমি নিশাম, গ্ল্যান ফিলিপ, ইশ শোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, মিচেল সান্টনার।



আর্কাইভ