শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নিউ জিল্যান্ডকে ১৬৭ রানের টার্গেট দিল ইংল্যান্ড
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নিউ জিল্যান্ডকে ১৬৭ রানের টার্গেট দিল ইংল্যান্ড
১০২ বার পঠিত
বুধবার, ১০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউ জিল্যান্ডকে ১৬৭ রানের টার্গেট দিল ইংল্যান্ড

---

স্কোর: ইংল্যান্ড ১৬৬/৪ (২০ ওভার)

প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে ১৬৭ রানের টার্গেট দিল ইংল্যান্ড। আবু ধাবিতে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ইংল্যান্ড তুলেছে ১৬৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো ফাইনালে খেলেনি নিউ জিল্যান্ড। আজ কি বিজয়ের পতাকা উড়াতে পারবে কেন উইলিয়ামসনরা।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা ছিল মন্থর। পাওয়ার প্লে’ কাজে লাগাতে পারেননি ব্যাটসম্যানরা। মাত্র ৪০ রান যোগ হয় স্কোরবোর্ডে। ১০ ওভারেও তাদের রান ছিল ৬৭। তবে শেষ ১০ ওভারে স্কোরবোর্ডের চিত্র পাল্টে দেন ব্যাটসম্যানরা। শেষের ঝড়ে ৯৯ রান যোগ হয়। ৩০ বলে ৪১ রান করেন মালান। মঈন আলী ৩৭ বলে করেন সর্বোচ্চ ৫১ রান। এছাড়া লিভিংস্টোনের ব্যাট থেকে ১০ বলে আসে ১৭ রানে।

এই তিন ব্যাটসম্যানের সম্মিলিত প্রচেষ্টায় লড়াকু সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। নিউ জিল্যান্ড শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করলেও ধারাবাহিক উইকেট নিতে পারেনি। তাতে চাপ পড়ে বোলারদের ওপর। শেষটা রাঙাতে না পারলেও টি-টোয়েন্টিতে এ লক্ষ্য আহামরি নয়। গাপটিল, উইলিয়ামসনরা কি পারবেন দলকে ফাইনালে তুলতে?

মালানকে ফেরালেন সাউদি

১৬তম ওভারে বোলিংয়ে ফিরেছিলেন টিম সাউদি। প্রথম বলেই হজম করেন ছক্কা। তার হাফ ভলি বল মিড উইকেট দিয়ে উড়ান মালান। পরের বল একই শট। কিন্তু এবার তার ব্যাটের চুমু খেয়ে বল যায় উইকেটের পেছনে। ৩০ বলে ৪১ রান করে মালান ফেরেন সাজঘরে। ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি।

মঈন-মালানের ব্যাটে এগোচ্ছে ইংল্যান্ড

দলীয় ৫৩ রানে বাটলারের বিদায়ের পর জুটি বাধেন মঈন আলী ও ডেভিড মালান। দুই বাঁহাতির ব্যাটে ভালো সংগ্রহের পথে আছে ইংল্যান্ড। শেষ দিকে ঝড়ো ব্যাটিং দলের রান চূড়ায় নিয়ে যেতে পারে। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ১১০। তাদের জুটিতে এসেছে ৪২ বলে ৫৭ রান।

রিভিউ নিয়েও বাঁচলেন না বাটলার

মিচেল স্টানারকে রিভার্স সুইপে চার পেয়েছিলেন। একই শট খেলতে গিয়েছিলেন ইশ শোধিকে। কিন্তু এবার বল মিস করে এলবিডব্লিউ। রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরিয়ান। কিন্তু পারলেন না। ২৪ বলে ২৯ রান করে ফিরেছেন সাজঘরে। ১০ ওভার শেষে ইংল্যান্ডের রান ৬৭। ব্যাটিংয়ে আছেন মালান ও মঈন। শেষ ১০ ওভারে কত করবে ইংল্যান্ড?

পাওয়ার প্লে’তে সমানে সমান লড়াই

প্রথম ৩ ওভারে মাত্র ১৩ রান তোলা ইংল্যান্ড পরের ৩ ওভারে পেল ২৭ রান। সব মিলিয়ে পাওয়ার প্লে’তে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪০। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে অ্যাডাম মিলনে কিউইদের প্রথম সাফল্য এনে দিয়েছেন। ডানহাতি পেসারের ফুলার লেন্থ বল তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দেন ১৭ বলে ১৩ রান করা বেয়ারস্টো।

ট্রেন্ট বোল্টের করা চতুর্থ ওভারে ১৬ রান পায় ইংল্যান্ড। বাটলারের ব্যাট থেকে আসে দুই বাউন্ডারি। বাড়তি আর ৫ রান পায় তারা। সাউদি নিজের তৃতীয় ওভারে একটি চারসহ হজম করেন ৮ রান। দারুণ ফর্মে থাকা বাটলার এখনও ক্রিজে আছেন। নিউ জিল্যান্ডের ভয়ের কারণ হতে পারেন তিনি।

নিউ জিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং, সতর্ক শুরু ইংল্যান্ডের

বিশ্বকাপে প্রথম ৩ ওভারে সবচেয়ে কম রান তুলল ইংল্যান্ড। ৩ ওভারে তাদের রান মাত্র ১৩। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওভারে ২১ রান পেয়েছিল তারা। দুই কিউই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলে মারতে পারছেন না তারা। এ সময়ে মাত্র দুটি বাউন্ডারি এসেছে।

ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল নিউ জিল্যান্ড

শুরু হয়ে গেল ফাইনালে ওঠার লড়াই। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউ জিল্যান্ড।

টস জেতার পর ফিল্ডিং নিয়ে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ‘ভালো পিচ, শেষের দিকে শিশিরের প্রভাব থাকবে। আজ বড় একটা উপলক্ষ, তাতে অংশ নিতে মুখিয়ে।’

জেসন রয়ের চোটের কারণে সবচেয়ে আলোচনা ছিল জস বাটলারের ওপেনিং জুটির অন্যজন কে হচ্ছেন, তা নিয়ে। প্রত্যাশিতভাবেই জনি বেয়ারস্টো শুরু করবেন ওপেনিংয়ে।

ইংল্যান্ড দল: জস বাটলার (উইকেটকিপার), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, এউইন মর্গ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।

নিউ জিল্যান্ড দল: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ২০ বার। যার মধ্যে ১৩টি জয় ইংল্যান্ডের, সাতটি নিউ জিল্যান্ডের। শেষ পাঁচ ম্যাচে নিউ জিল্যান্ড জিতেছে তিনটি, আর ইংল্যান্ড দুটি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে পাঁচবার, যেখানে ইংল্যান্ড ৩-২ এ এগিয়ে।

২০১৬ বিশ্বকাপের সেমিফাইনালে এই ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল নিউ জিল্যান্ডকে। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান করে কিউইরা। পরে ব্যাট করতে নেমে জেসন রয়ের ৪৪ বলে ৭৮ রানের কল্যাণে ১৭.১ ওভারে সাত উইকেটে ম্যাচ জিতে যায় ইংলিশরা।



আর্কাইভ