শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে এড. স্বপন ভূঁইয়ার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত
রূপগঞ্জে এড. স্বপন ভূঁইয়ার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত
‘
গাছ লাগাও পরিবেশ বাচাও’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যকরী সভাপতি এবং রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এড. মো. স্বপন ভূঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৭ আগষ্ট) বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত সকল নেতাকর্মীকে নিয়ে বনজ, ফলজ, ঔষধী গাছ রোপন করা হয়।
এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে এড. মো. স্বপন ভূঁইয়া বলেন: বৃক্ষরোপণের মাধ্যমে বৈশ্বিক বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তাই বেশি বেশি করে গাছ চারা রোপণ করতে হবে। আসুন আমরা বৃক্ষ রোপন করি ভারসাম্য এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মো. খোকন ভূঁইয়া, মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক জিএস দুলাল ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সীমান্ত সুমন, রিতেস দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রনি, তারাব পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. সজল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন, ভূলতা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. আসাদ, গোলাকান্দা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাসু দেব, যুগ্ম আহ্বায়ক ভক্ত চন্দ্র দাস প্রমুখ।