সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বড় জয়ে বিশ্বকাপ শেষ করল ভারত
বড় জয়ে বিশ্বকাপ শেষ করল ভারত
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছিল ভারত ও নামিবিয়া। দুদলেরই সেমি-ফাইনালের আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি ছিল নিয়মরক্ষার। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিরাট কোহলির শেষ ম্যাচ ছিল এটি। সে ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়ার দেওয়া ১৩৩ রানের টার্গেটে ১৫ দশমিক ২ ওভারেই পৌঁছে যায় ভারত। ওপেনার রোহিত শর্মা ৫৬ রান করে আউট হলেও লোকেশ রাহুল অপরাজিত থাকেন ৫৪ রানে। এছাড়া সূর্যকুমার যাদব ২৫ রানে অপরাজিত থাকেন। স্কটিশদের পক্ষে একমাত্র উইকেটটি পান জ্যান ফ্র্যাইলিক।
এর আগে, টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে নামিবিয়া। শুরুটা ছিল ইতিবাচক ছিল নামিবিয়ার। প্রথম চার ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান করে ফেলে তারা। কিন্তু পরের দুই ওভারে সাজঘরে ফিরেন মাইকেল ফন লিঙ্গেন (১৫ বলে ১৪) ও ক্রেইগ উইলিয়ামস (৪ বলে ০)। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান তোলে নামিবিয়া। ওপেনার স্টিফেন বার্ড ২১ বলে ২১, ডেভিড উইজে ২৫ বলে ২৬, জ্যান ফ্রাইলিংক ১৫ বলে ১৫ রান ও শেষ দিকে রুবেল ট্রাম্পলম্যান ৬ বলে ১৩ রানের ছোট্ট ক্যামিও খেলেন।
ভারতের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া জসপ্রিত বুমরাহ শিকার করেছেন দুইটি উইকেট। ম্যাচসেরা হয়েছেন জাদেজা।