শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » ভার্চুয়াল কোর্টে শুনানির আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » ভার্চুয়াল কোর্টে শুনানির আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ
৫২০ বার পঠিত
শনিবার, ২১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভার্চুয়াল কোর্টে শুনানির আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ

---

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক প্রস্তুত করা হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে। মূল উদ্দেশ্য মামলাটির বিচার প্রক্রিয়া যেন বিলম্বিত না হয়।কিন্তু আট মাস আগে মামলাটি শুনানির জন্য পুরোপুরি প্রস্তুত হলেও তা বাধাগ্রস্ত হয় করোনা মহামারির কারণে।

দফায় দফায় দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধির কারণে সরকার দেশে কঠোর লকডাউন জারি করে। যার কারণে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণকে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে উচ্চ আদালতে বিচারকাজ চলছে ভার্চুয়ালি। এখন উচ্চ আদালতের ভার্চুয়ালি বেঞ্চে চাঞ্চল্যকর এই মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ—এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি ইত্তেফাককে বলেন, মামলাটি শুনানির জন্য প্রস্তুত। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত কৌঁসুলিও নিয়োগ দিয়েছে আদালত। কিন্তু করোনার কারণে শুনানির উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। এখন আমরা চিন্তা করেছি ভার্চুয়ালি ডেথ রেফারেন্স বেঞ্চে এই মামলার শুনানির জন্য দ্রুতই আবেদন জানানো হবে।

বিশাল ভলিউমের পেপারবুক সম্বলিত এই মামলা ভার্চুয়ালি শুনানি করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের সব বেঞ্চের বিচারকাজ ভার্চুয়ালি চলছে। আপিল বিভাগের বিচারকাজও চলছে ভার্চুয়ালি। তাহলে এই মামলা কেন ভার্চুয়ালি শুনানি করা সম্ভব নয়। অবশ্যই সম্ভব। সেজন্য ভার্চুয়াল ডেথ রেফারেন্স বেঞ্চে শুনানির উদ্যোগ নেওয়া হবে।



আর্কাইভ