শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ঝালকাঠিতে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ঝালকাঠিতে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
৫৪৫ বার পঠিত
সোমবার, ৮ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

---

ঝালকাঠির নলছিটিতে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্টের জোড়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাসির বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন ও মিরাজ। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালক নাসির উদ্দিন বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ ঢাকা পোস্টকে জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বরিশাল কুয়াকাটা সড়কে এখন যান চলাচল স্বাভাবিক। গাড়ি দুটি জব্দ করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক নেই।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাকেরগঞ্জ উপজেলা থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বরিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে মাইক্রোবাসটি বাকেরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে নলছিটির জোড়াখালী নামক স্থান অতিক্রমকালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নাসির বিশ্বাস মারা যান। ওই অটোরিকশায় থাকা জাহাঙ্গীর হোসেন, মিরাজ এবং চালক নাসির উদ্দিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাহাঙ্গীর হোসেন ও মিরাজকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

মিরাজের ভাই কামরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, ঢাকা যাওয়ার সময়ে দুপুর আড়াইটার দিকে অ্যাম্বুলেন্সে মারা যান মিরাজ।

অপরদিকে আহত অটোরিকশা চালক নাসির উদ্দিন বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। তার অবস্থাও সংকটাপন্ন।



আর্কাইভ