শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
N2N Online TV
রবিবার, ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বুন্দেসলিগা: ফ্রেইবার্গকে হারিয়ে চার পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানেই থাকলো বায়ার্ন
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বুন্দেসলিগা: ফ্রেইবার্গকে হারিয়ে চার পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানেই থাকলো বায়ার্ন
১৭০ বার পঠিত
রবিবার, ৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুন্দেসলিগা: ফ্রেইবার্গকে হারিয়ে চার পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানেই থাকলো বায়ার্ন

---

ঘরের মাঠ আলিয়াঁজ এরিনাতে ফ্রেইবার্গকে ২-১ গোলে পরাজিত করে বুন্দেসলিগা টেবিলে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। এবারের মৌসুমে এ নিয়ে যেকোন প্রতিযোগিতায় প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল ফ্রেইবার্গ।
দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ট আর বি লিপজিগের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বায়ার্নের সাথে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে।
মিউনিখে লিও গোরেতকা ৩০ মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। ম্যাচ শেষের ১৫ মিনিট আগে রবার্ট লিওয়ানদোস্কি ব্যধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। এটি মৌসুমে পোলিশ তারকার ১৩তম গোল। চলতি ক্যালেন্ডার বছরে এ নিয়ে বায়ার্ন শততম গোল করার কৃতিত্ব দেখালো। ১৯৭৭ সালে কোলন ১০১ গোল জার্মান ক্লাব হিসেবে যে রেকর্ড গড়েছিল তা স্পর্শ করতে বায়ার্ন আর মাত্র এক গোল দুরে রয়েছে।
জার্মানীর শীর্ষ লিগে তৃতীয় স্থানে থাকা ফ্রেইবার্গ স্টপেজ টাইমে এক গোল পরিশোধ করে পরিস্থিতি কিছুটা ঘোলাটে করে তুলেছিল। কিন্তা ইয়ানিক হেবারের গোলটি শেষ পর্যন্ত কোন কাজে আসেনি। সরাসরি প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জয়ে দারুন খুশী বায়ার্ন কোচ জুলিয়ান নাগলসম্যান। ম্যাচ শেষে নাগলসম্যান বলেছেন, ‘বক্সে নিজেদের দারুনভাবে প্রতিরোধ করেছে ফ্রেইবার্গ। যদিও আজ জয়ের জন্য আমাদের দুই গোলই যথেষ্ঠ ছিল। আমাদের অবশ্য আরো গোল করা উচিত ছিল।’
বুন্দেসলিগায় সবচেয়ে বেশী সময় ধরে কোচের দায়িত্ব পালন করা ক্রিস্টিয়ান স্ট্রেইচের অধীনে ফ্রেইবার্গ এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের দল ডর্টমুন্ড ও উল্ফবার্গকে পরাজিত করেছে এবং লিপজিগের সাথে ড্র করেছে। যদিও তারা এখনো বায়ার্নের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে কোন জয় আদায় করতে পারেনি। এ নিয়ে বেভারিয়ান্সদের কাছে তারা টানা ১৯তম পরাজয়ের শিকার হলো। ২২ বারের মোকাবেলায় বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। স্ট্রাইকার রুকাস হোয়েলারের শটে শুরুতেই এগিয়ে যাবার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ফ্রেইবার্গ। এবারের মৌসুমে সেরা রক্ষনভাগের তকমা ইতোমধ্যেই ফ্রেইবার্গ শিবিরে লেগে গেছে। এ পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ৯টি গোল হজম করেছে তারা। কিন্তু এই শক্তিশালী রক্ষনভাগকে কাল বারবার ব্যর্থ প্রমান করেছে বায়ার্ন। ৩০ মিনিটে থমাস মুলারের পাস থেকে গোরেতকা গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লিওয়ানদোস্কি। বেনফিকার বিপক্ষে সপ্তাহের মাঝামাঝিতে চ্যাম্পিয়ন লিগে ৫-২ গোলের জয়ের ম্যাচটিতে হ্যাটট্রিক করা লেভার এটি ছিল সব ধরনের প্রতিযোগিতায় ২২তম গোল। ইনজুরি টাইমে ফ্রেইবার্গের হয়ে হেবার এক গোল পরিশোধ করে স্কোরশিটে নাম লিখিয়েছেন।



আর্কাইভ