রবিবার, ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা, মেয়রের পিএস গ্রেপ্তার
কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা, মেয়রের পিএস গ্রেপ্তার
কুমিল্লায় পূজামণ্ডপে ভাঙচুর ও নাশকতার মামলায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারীকে (পিএস) মঈনুদ্দীন আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াছড়ির সাজেক থেকে গতকাল শনিবার (৬ নভেম্বর) রাতে পিএস মহিউদ্দিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল সাজেকের একটি রিসোর্ট থেকে বাবুকে গ্রেপ্তার করে। তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার পরে পরিবার নিয়ে পালিয়ে যান বাবু।
ওসি জানান, বাবুর বিরুদ্ধে ভাঙচুর নাশকতার অভিযোগে দুটি মামলা হয়। একটি মামলার বাদী পুলিশ অন্যটির বাদী পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন।
এ ছাড়া কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও দুই জনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।