শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » মিরপুরে গ্যাস লিকেজ দুর্ঘটনায়: চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু
মিরপুরে গ্যাস লিকেজ দুর্ঘটনায়: চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু
রাজধানীর মিরপুরের গ্যাসলাইন লিকেজ দুর্ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ ) চিকিৎসাধীন ৭ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তৈয়ব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— রিনা আক্তার (৫০), সুমন (৪০) ও শফিকুল ইসলাম (৩৫)।
আবাসিক সার্জন জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোট তিন জন মারা মারা গেছেন। ঘটনার পর থেকে শেখ হাসিনা বার্ন ইউনিটিতে আইসিইউতে ভর্তি ছিলেন তারা। বৃহস্পতিবার রাতে প্রথমে রিনা আক্তার মারা যান। এরপর রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমন ও শফিকুল ইসলাম মারা যান। সফিকুল ইসলামের শরীরে ৮৫ শতাংশ পোড়া ছিল ও সুমনের শরীরে ৪৫ শতাংশ পোড়া ছিল।
এদিকে, এই দুর্ঘটনায় আহত রওশন আরার অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।