শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশি দূতকে পাশে চান তাজিক রাষ্ট্রপতি
সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশি দূতকে পাশে চান তাজিক রাষ্ট্রপতি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে তাজিকিস্তানের রাষ্ট্রপতি ইমোমালি রেহমোন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের সহযোগিতা চেয়েছেন। বুধবার (৩ নভেম্বর) রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করার সময় তাজিকিস্তানের রাষ্ট্রপতি এ সহযোগিতা চান।
দেশটির রাজধানী দুশানবেতে রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূত ছাড়াও অন্যান্য দেশের আরও নয়জন দূত তাদের পরিচয়পত্র পেশ করেন।
আলাপকালে রাষ্ট্রপতি রেহমোন বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বশীল কূটনৈতিক মিশনের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত জাহাঙ্গীর তাজিক রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি তাজিকিস্তানকে বাংলাদেশের তৈরি পোশাক খাত, ফার্মাসিউটিক্যালস, পাট, চামড়া এবং অন্যান্য শিল্প খাতে প্রশংসনীয় অর্জন সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত তৈরি পোশাক এবং ফার্মাসিউটিক্যালসের সম্ভাব্য ক্ষেত্রে তাজিকিস্তানের সহযোগিতা এবং এ নিয়ে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগের প্রস্তাব রাখেন।
এ সময় তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিরোজউদ্দীন মুহোরউদ্দীন, রাষ্ট্রদূতের সহধর্মিণী উম্মুল ফাতেমা এবং মিনিস্টার এন্ড এইচওসি নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম তাজিকিস্তানের ‘সমদূরবর্তী’ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। মূলত, তিনি উজবেকিস্তানের রাষ্ট্রদূতের পাশাপাশি আফগানিস্তান, তাজিকিস্তান ও কিরগিস্তানের দায়িত্ব পালন করছেন।