বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘ডিজেল-কেরোসিনের বর্ধিত মূল্য বেশিদিন স্থায়ী হবে না’
‘ডিজেল-কেরোসিনের বর্ধিত মূল্য বেশিদিন স্থায়ী হবে না’
প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১৫ বাড়িয়েছে সরকার। তবে বর্ধিত এই মূল্য বেশিদিন স্থায়ী হবে না বলে আশ্বাস দিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিবেশী দেশ ভারতে ডিজেল ও কেরোসিন পাচার ঠেকাতে দেশের বাজারে এই দুই জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার স্কটল্যান্ডে সফররত প্রতিমন্ত্রী বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালি আলাপকালে এই কথা জানান।
বুধবার রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা হারে বাড়ানো হয়। প্রতি লিটার জ্বালানি ৬৫ টাকা থেকে একলাফে বেড়ে ৮০ টাকা হয়ে যায়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং এই ঊর্ধ্বগতির কারণে সরকার এই দাম সমন্বয় করেছে।
সরকারের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর ভারতে প্রতি লিটার ডিজেলের বাজারমূল্য ১২৪ টাকা ৪১ পয়সা। আর বাংলাদেশে এই মূল্য ৬৫ টাকা। অর্থাৎ ভারতের চাইতে বাংলাদেশে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ৫৯ টাকা কম। এতে বাংলাদেশ থেকে ডিজেল ও কেরোসিন ভারতে পাচার হতে পারে সেজন্য বাধ্য হয়ে দাম বাড়ানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
কোনো ঘোষণা ছাড়া হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দিয়েছেন পরিবহন মালিকরা। দেশের বিভিন্ন জেলা থেকে আন্তঃজেলা ও অভ্যন্তরীণ পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।