শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বুধবার, ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় ভালো করছে নাসিক - আইভী
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় ভালো করছে নাসিক - আইভী
২২১ বার পঠিত
বুধবার, ৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় ভালো করছে নাসিক - আইভী

---

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও প্রাথমিক চিকিৎসা সেবা (পিএইচসি) প্রদানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন করছে বলে জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘আমরা সিটি করপোরেশন সবসময় ভালো করে যাচ্ছি। যখন এটা পৌরসভা ছিল তখনও আমাদের অর্জন ছিল প্রায় ৯৯ শতাংশ। এখনও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।’
বুধবার (৩ নভেম্বর) সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় নাসিক নগরভবনের সম্মেলন কক্ষে ইপিআই ও পিএইচসি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ উদ্যোগে এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় ওই কর্মশালার আয়োজন করা হয়।
মেয়র আইভী বলেন, ‘এখন মায়েরাও অনেক সচেতন। বাচ্চাদের টিকা দেওয়ার জন্য এখন আমাদের ঘরে ঘরে গিয়ে বলতে হয় না যে আসুন। এটাকে আরো সচেতন করার জন্যে এবং আমাদের সেবাটাকে সহজ করার জন্য, মানে প্রত্যেকটা জনগণের বা জনগোষ্ঠীর বা প্রান্তিক গোষ্ঠীর দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা করণীয় এখন আমাদের ওইভাবে ডিজাইন, ড্রইং যা বলেন ওই পরিকল্পনায় পৌঁছে দিতে হবে।’

কর্মশালার বিষয়ে মেয়র আইভী বলেন, ‘ট্রেনিং যত বেশি হবে মানুষ তত জানবে। কিন্তু এ ট্রেনিং হওয়ার পরে সেটা মাঠ পর্যায়ে ঠিকভাবে হলো কিনা সেটাও আমাদের দেখার ব্যাপার আছে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী বলেন, ‘ইউনিসেফ ও স্বাস্থ্য অধিদপ্তরের থেকে যারা আসছেন তাদের উদ্দেশ্য হলো, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা ও ইপিআই সেবা যেটা দেওয়া হচ্ছে সেটাকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় ও আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়। কারণ আমাদের লোকবল ও অর্থনৈতিক দিক থেকে সংকট রয়েছে। শহর অঞ্চলে সিটি করপোরেশন নিজেদের লোকবল নিয়োগ করতে হয়, নিজেদের অর্থ বিনিয়োগ করতে হয়। যেটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ নিয়েই আমরা কিন্তু কাজটা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। এখন এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হলে যদি কোন সহযোগিতা লাগে সেটা স্বাস্থ্য অধিদপ্তর সহযোগিতা করুক। তারা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা এ কাজটা আরো সুন্দর ভাবে করতে পারবো।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ইউনিসেফ কনসালটেন্ট ডা. ফারহানা রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, ইপিআই পোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স চৌধুরী, ডেপুটি পোগ্রাম ম্যানেজার ডা.তানভীর আহমেদ প্রমুখ।



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ