শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বুধবার, ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » কিউইদের ব্যাট করতে পাঠালো স্কটিশরা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » কিউইদের ব্যাট করতে পাঠালো স্কটিশরা
৫৫৮ বার পঠিত
বুধবার, ৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিউইদের ব্যাট করতে পাঠালো স্কটিশরা

---

এক যুগ পর নিউজিল্যান্ডের মুখোমুখি স্কটল্যান্ড। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেমেছিল দলদুটি। সংক্ষিপ্ত ফরম্যাটের এবারের বিশ্ব আসরের সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্কটিশরা।

বুধবার (৩ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ড একাদশে দুই পরিবর্তন এসেছে।

চোটের কারণে ছিটকে গেছেন জোস ডেভি। তার জায়গায় ডাক পেয়েছেন অ্যালি ইভান্স। অন্যদিকে অধিনায়ক কাইল কোয়েটজার ফিরেছেন। বাদ পড়েছেন ক্রেগ ওয়ালেস।

১২ বছর আগে দুই দলের একমাত্র দেখায় জয় তুলে নিয়ছিল কিউইরা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারলেও ভারতকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড।

অন্যদিকে নামিবিয়া ও আফগানিস্তানের কাছে হেরে সুপার টুয়েলভ যাত্রা শুরু হয় স্কটিশদের।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

স্কটল্যান্ড একাদশ

কাইল কোয়েটজা, জর্জ মুনসি, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), রিচার্ড বেরিংটন, কালাম ম্যাকলেয়ড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সফিয়ান শরিফ, অ্যালি ইভান্স, ব্র্যাড হোয়েল।



আর্কাইভ