শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ৪০ শতাংশ হিমবাহ গলে গিয়েছে ককেসাস পর্বতমালার: জর্জিয়ার প্রধানমন্ত্রী
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ৪০ শতাংশ হিমবাহ গলে গিয়েছে ককেসাস পর্বতমালার: জর্জিয়ার প্রধানমন্ত্রী
১১৭ বার পঠিত
মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪০ শতাংশ হিমবাহ গলে গিয়েছে ককেসাস পর্বতমালার: জর্জিয়ার প্রধানমন্ত্রী

---

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মারাত্মক আকার ধারণ করেছে। আর এই পরিবর্তনকে ঘিরে উঞ্চ আবহাওয়ার কারণে ককেসাস পর্বতমালার ৪০ শতাংশ হিমবাহ গলে গিয়েছে বলে সতর্কতা জারি করেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি । গ্লাসগোতে অবস্থতি জলবায়ু সম্মেলন কপ-২৬ এ সোমবার এ মন্তব্য করেন তিনি।

জলবায়ু সম্মলনে অংশ নিতে পেরে এবং নিজের মতামত প্রকাশ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন গারিবাশভিলি। তিনি বলেন, জলবায়ুর পরিবর্তন প্রকৃতির মারাত্মক ক্ষতি করছে বিশেষ করে ককেসাস অঞ্চলে। ককেসাস যা সুন্দর পর্বতমালা, হিমাবাহ এবং নদীর জন্য পরিচিতি তার ৪০ শতাংশ হিমাবাহ গলে গিয়েছে। শুধুমাত্র গত দুই দশকে, পূর্ব জর্জিয়ায় হিমবাহের যে ক্ষতি হয়েছে তা অনুমানকে ছাড়িয়ে গেছে বলে জানান তিনি।

গারিবাশভিলি আরো বলেন, জলবায়ু সম্মেলনের ফলাফল সারা বিশ্বের জন্য অনেক কঠিন পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে।

বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ এড়াতে যতটা সম্ভব কার্যকরভাবে লড়াই করা উচিত বলে উল্লেখ করে জর্জিয়ার প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ” জলবায়ু পরিবর্তন সম্পর্কে জাতিসংঘের মহাসচিব যে সতর্কতা জারি করেছে তা মানবজাতির জন্য জরুরি সতর্কতা।

তিনি আরো বলেন,‘জর্জিয়া এই শীর্ষ সম্মেলনের সুদূরপ্রসারী ফলাফলের জন্য অপেক্ষা করছে, যা আমাদের সাধারণ জলবায়ু লক্ষ্যকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদেরকে করোনামুক্ত সবুজ ও নিরাপদ পৃথবী উপহার দেবে।’



আর্কাইভ