সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম » উন্নত বাংলাদেশের কান্ডারি হবে যুব সমাজ : এমপি বাবু
উন্নত বাংলাদেশের কান্ডারি হবে যুব সমাজ : এমপি বাবু
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আড়াইহাজার উপজেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।
সোমবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় দিবসের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্ব এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান ঝর্না রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জিকরুর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কন্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে। আগে প্রশিক্ষণ নিলে ভাতা দেওয়া হত না।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবদের অধিক গুরুত্ব দিয়ে প্রথমবারের মত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণে ভাতা চালু করেছেন। পরে সাংসদ যুবদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।