শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » এক মাসের মধ্যে ই-কমার্সের নিবন্ধন শুরু
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | শিরোনাম » এক মাসের মধ্যে ই-কমার্সের নিবন্ধন শুরু
২৩১ বার পঠিত
সোমবার, ১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক মাসের মধ্যে ই-কমার্সের নিবন্ধন শুরু

---

এক মাসের মধ্যে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন শুরু করা হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (১ নভেম্বর) সচিবালয়ে ই-কমার্স সংক্রান্ত এক বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, আশা করছি, ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অনলাইন নিবন্ধন শুরু করা যাবে।

সফিকুজ্জামান বলেন, ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানের নিবন্ধনের প্রক্রিয়া কেমন হবে তা নির্ধারণসহ অন্যান্য কর্মকৌশলও আগামী এক মাসের মধ্যে জানানো হবে।

এ সময় ই-কমার্স খাতের অভিযুক্ত প্রতিষ্ঠানের একটি তালিকা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, তিনটি সংস্থা আলাদাভাবে তিনটি তালিকা দিয়েছে। তদন্ত করে একটি সংস্থা ১৯, আরেকটি সংস্থা ১৭ এবং বাকি সংস্থাটি ১৩টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছে। তাদের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিলেজেন্স ইউনিটের কাছে পাঠানো হয়েছে।



আর্কাইভ