শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » বিশ্বে টানা ৩ দিন মৃত্যু ও শনাক্ত কমেছে
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » বিশ্বে টানা ৩ দিন মৃত্যু ও শনাক্ত কমেছে
৪৪৭ বার পঠিত
সোমবার, ১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে টানা ৩ দিন মৃত্যু ও শনাক্ত কমেছে

---

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৯৮ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৪৮২ জন।

এর আগে রোববার (৩১ অক্টোবর) করোনায় ৫ হাজার ৯৩১ জনের মৃত্যু এবং ৩ লাখ ৮১ হাজার ১১৩ জন রোগী শনাক্ত হয়। শনিবার (৩০ অক্টোবর) ৭ হাজার ৫৮০ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছিল ৪ লাখ ৬৬ হাজার।

সোমবার (১ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট ২৪ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৪৪৬ জন আক্রান্ত এবং ৫০ লাখ ১৪ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৫৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৯৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ১৬২ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৯ জন এবং মারা গেছেন ৭৪ জন।

একদিনে ব্রাজিলে মারা গেছেন ৯৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬১ জন। ভারতে মারা গেছেন ২৫১ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৩৫ জন।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৭৭ জন, তুরস্কে ২০১ জন, ইউক্রেনে ৩৩৬, মেক্সিকোতে ৩২৫ এবং ফিলিপাইনে ১২৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।



আর্কাইভ