শনিবার, ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাটলার তাণ্ডবে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড
বাটলার তাণ্ডবে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড
টানা তিন ম্যাচ জয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে বলা যায় ইংল্যান্ড। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে অল-আউট করে ৬ উইকেটের জয়, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জয় এবং শনিবার তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকেও হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে।
জশ বাটলারের খুনে ব্যাটিংয়ে উড়ে যায় অস্ট্রেলিয়ার বোলিং লাইন-আপ। দুবাইতে ইংল্যান্ডের দেয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার বাটলার ও জেসন রয় তোলে ৬৬ রান। এই জুটি ভাঙে অ্যাডাম জাম্পার বলে রয়ের ২২ (২০) রানে এলবিডব্লু হয়ে বিদায়ের মধ্য দিয়ে।
এরপর দলীয় ৯৭ রানের মাথায় দাউইদ মালান ৮ বলে ৮ রান করে অ্যাস্টন অ্যাগারের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে। দুই উইকেট পড়ার পর বাটলার আর জনি বেইরষ্ট্রো মিলে শেষ করে আসেন ম্যাচ।
বাটলার অপরাজিত থেকেছেন ৭১ রানে। তার ৩১ বলের এই ইনিংসে ছিল সমান ৫টি করে চার ও ছয়। বেইরষ্ট্রো করেন ১১ বলে ১৬ রান।
এর আগে সন্ধ্যায় টস জিতে অজিদের ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক এউইন মর্গ্যান। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ক্রিস ওকসের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২ বলে ১ রান করে।
স্টিভ স্মিথ (১), গ্লেন ম্যাক্সওয়েলকে (৬) ফেরান ক্রিস জর্ডান। ইংলিশ বোলারদের তোপের মুখে অল-আউট হতে হয়েছে অজিদের শক্ত ব্যাটিং লাইন-আপকে। দলের সর্বোচ্চ ৪৪ (৪৯) রানের ইনিংস খেলেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়া অ্যাষ্টন অ্যাগার ২০, প্যাট কামিন্স ১২ ও মিচেল স্টার্ক করেন ১৩ রান। সবমিলে ১২৫ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
ইংলিশদের পক্ষে ৩ উইকেট নেন ক্রিস জর্ডান, ২টি করে নেন ক্রিস ওকস ও টায়মাল মিলস। ১টি করে উইকেট নেন আদিল রশীদ ও লিয়াম লিভিংস্টোন।