শনিবার, ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » জনপ্রতিনিধি নির্বাচনে সচেতন হতে হবে : এমপি বাবু
জনপ্রতিনিধি নির্বাচনে সচেতন হতে হবে : এমপি বাবু
চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, গুন্ডাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না করে ভালো চিন্তাধারার মানুষকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু।
জনপ্রতিনিধি নির্বাচনে সচেতন হওয়ার উপদেশ দিয়ে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে জেলায় সুন্দর ভাবে কাজ করছে। ব্যবসায়ীরা এখন ভালো আছে। জেলার সাধারণ মানুষ ভালো আছে।
আগে এরকম ছিল না। আমি প্রায়ই ভাবি যে কেন আমরা দুষ্টু লোকদের সাহায্য করি? কেন যারা ভালো পরিবারের , মানুষ ভালো চিন্তাধারা মানুষ তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না করে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, গুন্ডাকে সমর্থন করি।
জনপ্রতিনিধি নির্বাচনে সচেতন হতে হবে৷ জঙ্গিবাদ ও যারা সাম্প্রদায়িক দাঙ্গা করে তাদের বিরুদ্ধে আমাদের একত্রিত হয়ে রুখে দাঁড়াতে হবে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অন্যায় আবদার করার কোনো সুযোগ নেই। স্বাধীনতার পর এখন পর্যন্ত এখনো অনেক মানুষ আছে যারা অন্যায় আবদার বেশি করে। অন্যায় কে বাস্তবায়ন করতে চায়। অন্যায়কারী দুষ্কৃতকারীরা এমপির কাছাকাছি থাকতে চায়।
৫০ বছরে আমরা এদের পুরোপুরিভাবে রোধ করতে পারি নাই দিনে দিনে এ ধরনের লোকের সংখ্যা সমাজে বাড়ছেই। এরা শক্তিশালী হচ্ছে । কিন্তু নারায়ণগঞ্জ এর চিত্র ভিন্ন রকম। ইচ্ছে করলেই একজনের সম্পদ একজন দখল করতে পারছে না। প্রশাসনের কাছে অন্যায় আবেদন করতে পারেনা।