শনিবার, ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | শিরোনাম » প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সেবায় ৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সেবায় ৯
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেছেন, পুলিশ বাহিনী কমিউনিটি পুলিশদের সাথে নিয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। পুলিশী সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৯৯ চালু করে এক অনন্য নজির স্থাপন করেছেন।
আজ শনিবার টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে গাজীপুর পুলিশ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বৃক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার বরকত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শামসুন্নাহার ভূইয়া এমপি, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, কাজী ইলিয়াস আহমেদ, রফিকুল ইসলাম, ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।
মো: জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল । মেট্রোরেল, পদ্মা সেতু ও উড়াল সেতুসহ ৮/১০ লেন বিশিষ্ট সড়কপথ নির্মাণ হচ্ছে।
অনুষ্ঠানের মূল শ্লোগান ছিল, “মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”। উল্লেখ্য, সারা দেশে ৬০ হাজার কমিউনিটি কমিটির মাধ্যমে ১২ লাখ কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে।