শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
শনিবার, ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মেসির চোটের দিনে ম্যাচ জেতালেন ডি মারিয়া
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মেসির চোটের দিনে ম্যাচ জেতালেন ডি মারিয়া
২০৪ বার পঠিত
শনিবার, ৩০ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেসির চোটের দিনে ম্যাচ জেতালেন ডি মারিয়া

---

লিগ ওয়ানে শিরোপাধারী লিলকে ২-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুরু থেকে বল দখলে লিওনেল মেসিরা এগিয়ে থাকলেও আক্রমণে সুবিধা করতে পারেনি।

শুক্রবার (২৯ অক্টোবর) ঘরের মাঠে ম্যাচের ৩১ মিনিটে জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিল। প্রথমার্ধে কোনো দলই আর জালের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও শুরুতেই আর্জেন্টাইন মহাতারকা মেসির বদলে স্বদেশি ইর্কাদি মাঠে নামেন।

একটু একটু করে চাপ বাড়াতে থাকা পিএসজি। অবশেষে ৭৪ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার উঁচু কাটব্যাকে ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান মার্কিনিহোস।

শেষ ১০ মিনিটে একচেটিয়া চাপ ধরে রাখে পিএসজি। ৮৮ মিনিটে ডি মারিয়ার গোলে জয় পায় পিএসজি।

ম্যাচ শেষে মেসিকে তুলে নেওয়ার কারণ হিসেবে চোটের কথা বলেন কোচ মাউরিসিও পচেত্তিনো। একটি ভিডিওতে দেখা যায় বাম-পা খুড়িয়ে হাঁটছেন তিনি।

আগামী বুধবার আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলবে পিএসজি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাওয়া যাবে মেসিকে? এমন প্রশ্নের জবাবে পচেত্তিনো বলেন, ‘আশাকরি চোট এত গুরুতর না। বিস্তারিত জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’



আর্কাইভ