শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
N2N Online TV
বুধবার, ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সুদানে ফ্লাইট চলাচল স্থগিত
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সুদানে ফ্লাইট চলাচল স্থগিত
৫৭৩ বার পঠিত
বুধবার, ২৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুদানে ফ্লাইট চলাচল স্থগিত

---

সুদানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব ফ্লাইট স্থগিত করেছে। শনিবার ভোর পর্যন্ত খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে।

দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের একদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো। বুধবার (২৭ অক্টোবর) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সেক্ষেত্রে সুদানের আকাশসীমা অন্যান্য ফ্লাইট চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদোককে গৃহবন্দি করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা প্রথমে তার বাড়ি ঘেরাওয়ে করে। প্রধানমন্ত্রী ছাড়াও তার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন সার্বভৌম পরিষদের সদস্যসহ বেশ কয়েকজন মন্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছিল।

মঙ্গলবার সুদানে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর দখলের বিরুদ্ধে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছিল।

২০১৯ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর বেসামরিক প্রসাসনের সাথে ক্ষমতা ভাগাভাগি করে সামরিক বাহিনী। ওই চুক্তির ভিত্তিতেই বিগত দুই বছর ধরে চলেছে সুদান।

গেল সেপ্টেম্বরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের অনুগত সেনারা অভ্যুত্থানের চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়। ওই ঘটনার পর দেশটির সামরিক ও বেসামরিক অংশগুলো বিভক্ত হয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে দেখা দেয় আস্থার সংকট।



আর্কাইভ