শুক্রবার, ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » অন্যান্য | আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সাইপ্রাসের সাগর তলে গড়ে তোলা হয়েছে জীবন্ত বন
সাইপ্রাসের সাগর তলে গড়ে তোলা হয়েছে জীবন্ত বন
ইউরোপের দেশ সাইপ্রাসের সাগর তলে গড়ে তোলা হয়েছে জীবন্ত এক বন। সেখানে সারি সারি গাছ ছাড়াও রয়েছে প্রায় ১শটি ভাস্কর্য। সমুদ্রের তলদেশে অভিনব এই মিউজিয়ামর নির্মাতা চিত্রকর জ্যাসন ডি কেইরেস টেইলর।
ভূমধ্যসাগরের তলদেশে গাছের ভাস্কর্য দিয়ে তৈরী করা হয়েছে নান্দনিক এক বাগান। গাছপালা ছাড়াও সেখানে রয়েছে মানুষের ভাস্কর্য। বর্তমানে জাদুঘরে রয়েছে ৯৩টি ভাস্কর্য।
ইউরোপের দেশ সাইপ্রাসের উপকূলীয় অঞ্চল আইয়া নাপার পেরনেরা সৈকতের উপকূলে নির্মান করা হয়েছে এই জাদুঘর। দ্য মিউজিয়াম অব আন্ডারওয়ার্ল্ড স্কালপচার ইন সাইপ্রাস -মুসান নামের জাদুঘরটি রূপকার চিত্রকর জ্যাসন ডি কেইরেস টেইলর।
তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আবাসস্থল ধ্বংস ও পরিবেশদূষণের বিষয়টি জাদুঘরে তুলে ধরার চেষ্টা করেছেন। সাগরতলের এই ‘ভাস্কর্য জাদুঘর’ এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মিউজিয়ামটি নির্মাণ বাবদ ইতিমধ্যে ১১ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে।