শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
N2N Online TV
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ভাসানচরে ৯ রোহিঙ্গা দালাল গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ভাসানচরে ৯ রোহিঙ্গা দালাল গ্রেপ্তার
১৮৪ বার পঠিত
বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাসানচরে ৯ রোহিঙ্গা দালাল গ্রেপ্তার

---

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতার অভিযোগে ৯ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে তাদেরকে হাতিয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের এম-৮ কক্ষের মোহাম্মদ আলমের ছেলে মো. জুবায়ের (২২), ৬৪ নম্বর ক্লাস্টারের এফ-৬ কক্ষের নুর ইসলামের ছেলে রেদোয়ান (২০), একই ক্লাস্টারের জে-৯ কক্ষের জাকির হেসেনের ছেলে মোহাম্মদ সালাম (৩১), ৭৭ নম্বর ক্লাস্টারের বি-১৪ কক্ষের নূর মোহাম্মদের ছেলে আবদুর রহমান (১৯), ৫১ নম্বর ক্লাস্টারের এম-১৬ কক্ষের রফিক আলমের ছেলে সৈয়দ করিম (১৮), একই ক্লাস্টারের কে-১৬ কক্ষের সৌরভ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), ২৬ নম্বর ক্লাস্টারের ডি-১৩ কক্ষের নূর মোহাম্মদের ছেলে শফি উল্লাহ (২২), ছয় নম্বর ক্লাস্টারের এইচ-৫ কক্ষের আবু বক্করের ছেলে নাজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নম্বর ক্লাস্টারের এল ৭-৮ নম্বর কক্ষের হানিফের ছেলে মোহাম্মদ সালেহ (৪০)।

স্থানীয়রা জানায়, ভাসানচরে রোহিঙ্গাদের অবস্থানের পর থেকে একটি গ্রুপ তাদেরকে পালিয়ে যেতে সহযোগী করে আসছে। অর্থের বিনিময়ে তারা এই কাজ করে আসছে। সম্প্রতি পালাতে গিয়ে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়। এতে ১১ রোহিঙ্গার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১৬ জন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা দালালদের বিরুদ্ধে বিদেশী নাগরিক সম্পর্কিত আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে তাদেরকে হাতিয়া আদালতে পাঠানো হয়েছে।



আর্কাইভ