সোমবার, ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পশ্চিম তীরে আরও ১৩ শতাধিক বাড়ি নির্মাণ করবে ইসরায়েল
পশ্চিম তীরে আরও ১৩ শতাধিক বাড়ি নির্মাণ করবে ইসরায়েল
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ১৩ শতাধিক নতুন বসতি নির্মাণের পরিকল্পনা করছে। মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার পরও তারা তাদের সিদ্ধান্তে অটল রয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জুডিয়া ও সামারিয়ায় ১,৩৫৫টি বাড়ি নির্মানের দরপত্র প্রকাশিত হয়েছে। খবর এএফপির
তেল আবিব বলছে, পশ্চিম তীরের জর্ডান সীমান্তে নির্মিত এসব বাড়িতে ২ হাজারের বেশি ইহুদি বসবাসের সুযোগ পাবেন।
ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিন বলছে, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে আবারও সহিংসতা ছড়িয়ে পড়বে। ইসরায়েলের বাড়ি নির্মাণে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি ভূমি দখল করে বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এ ধরনের তৎপরতা বন্ধ না হলে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা হবে না।